মহানুভব !
হিমেল সাহেব মারাত্নক সাহসী। তিনি ভয় করি না বুলেট বোমা টাইপের লোক, কিন্তু চাকু-ছুরি খুব ভয় পান। একবার কেটে গেলে ইনফেকশন ইত্যাদি ইত্যাদিতে আবার সিঙ্গাপুর যেতে হবে চিকিৎসা নিতে ! তাই তিনি টাকার ব্যাগ দিয়ে দিলেন।
ছিনতাইকারী চলে যেতেই তিনি থানায় গেলেন অভিযোগ জানাতে, কারন তিনি নাগরিক হিসেবে সচেতনও বটে। থানায় পুলিশের জিজ্ঞাসা,
-কি ছিনতাই হয়েছে?
-ব্যাগভরা টাকা।
-আজকাল টাকা কেও ব্যাগে রাখে নাকি? আজগুবি যত কথা...
-বিশ্বাস করলেন না, সত্যি বলছি...দাড়ান প্রমাণ দিচ্ছি।
বলে হিমেল সাহেব কাকে যেন ফোন দিলেন। ৫ মিনিটের মধ্যে এক বৃদ্ধ হাজির। বৃদ্ধকে তিনি পরিস্থিতি বুঝিয়ে দিলেন। বৃদ্ধ অবস্থা শুনে খুবি চিন্তিত হলেন এবং পুলিশকে বললেন,
-স্যার, বিশ্বাস করেন উনার আসলেই টাকা হারিয়েছে। আমি আজ দুপুরেই আমার পেনশন তোলার জন্য ব্যাগে ভরে টাকা দিয়েছি ঘুষ। পেনশনটা না তুলতে পারলে আমার মেয়েটার বিয়ে আর বউয়ের ক্যান্সারের অপারেশন টা হবে না স্যার...
বলেই হু হু করে কেঁদে উঠলেন বৃদ্ধ। ঘটনায় থানার ওসি সাহেব আবেগাপ্লুত হয়ে গেলেন।
-আমি অত্যন্ত দুঃখিত হিমেল সাহেব। আপনি উনার এত বড় উপকার করছেন, এমন না জানি কত মানুষের উপকার আপনি করেন। আর আমি কি না আপনার মত লোকের কথা অবিশ্বাস করেছি?
এই বলে সাথে সাথে তিনি একশন নিলেন। অপরাধীকে ধরে ফেললেন পরের দিন ই। ধরা কঠিন ছিল না কারণ সে ছিল লালু কানা নামক সুপরিচিত ছিনতাইকারী।প্রায়ই সপ্তাহ, মাস বা কয়েক মাস জেল খেটে যথাক্রমে অত্যধিক, অধিক এবং অল্প টাকা ছুটে আসে। লালু কানা যখন হিমেল সাহেবের মহানুভবতার কথা শুনল লজ্জিত হল।
এমন অনেক মহানুভব হিমেল সাহেব থাকেন আমাদের আশে-পাশে। আমরা সামনে পিছনে তাদের ঘুষখোর, জালিম কত কিছু বলে গালি দিই। কখনো ভাবি না সে ওই বৃদ্ধর মতো কত জনের কত উপকার করে, ভাবি না হিমেল সাহেবের ছেলের কথা। যার জন্যে তিনি কত কষ্ট করে প্রতি মাসে বাজারে আসা ব্র্যান্ড নিউ ফোন, প্রতি সপ্তাহে লাখ লাখ টাকা খরচ করে হাজার হাজার বছরের পুরনো ওয়াইন কিনে দেন। কেও ভাবি না, ভাবতে চাইনা। কত নিষ্ঠুর আমরা। ছিঃ
#Shaon_070
3:42 AM
25/02/2019
কোন মন্তব্য নেই
Every comment will be moderated to prevent spamming. Don't put any spam link, Please!