Header Ads

Bodrul-Islam-bodrul-070-bodrul070-bodrul-070-tutorial

অবশিষ্ট



কুয়াশায় ঢাকা সব,
আলো নেই দুচোখে
চারিদিকে ধু ধু বালি
মরুভুমি এ বুকে।
চলেছি একা পথে
           অসহায় আমি...

আমি কে, কেন এত অসহায়
আমি কে কেন নিঃস্ব মনে হয়।।


জীবন কাটছে ধীরে ধীরে
শত কষ্টের নীল ভিড়ে
কার তরী বাইছি আমি
       ভীরাই কোন তীরে...

আমি কে, কেন এত অসহায়
আমি কে কেন নিঃস্ব মনে হয়।।


নীল বেদনা ছুয়েছে আকাশ
হু হু করছে কালো বাতাস
বুকে জ্বালাপোড়া 
পাখি ঘুম ছাড়া
পাখি দিশাহারা
        মরণ কামর আছে... 
                                      অবশিষ্ট

আমি কে, কেন এত অসহায়
আমি কে কেন নিঃস্ব মনে হয়।।

আমি কে, কেন এত অসহায়
আমি কে কেন নিঃস্ব মনে হয়।।

শাওন
বিকাল ০৫.২০
১২/০৩/২০১৯


কোন মন্তব্য নেই

Every comment will be moderated to prevent spamming. Don't put any spam link, Please!

© Anari Production 2020. merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.