সমালোচকের দৃষ্টিকোণ থেকে বলছি...
শহরঃ নাগরিকের প্রয়োজন এমন সব থাকে হাতের নাগালে।
অসুবিধা- কেও কারোর ধার ধারে না, কারোর কোনো বিপদে (এমন কি খুশির খবরে মিষ্টি খেতেও!) কেও এগিয়ে আসতে চায় না।
সুবিধা- কেও কারোর ধার ধারে না, কারোর কোনো বিপদে (এমন কি খুশির খবরে মিষ্টি খেতেও!) কেও এগিয়ে আসতে চায় না।
গ্রামঃ প্রাণ ভরে নিঃশ্বাস নেয়া যায়।
সুবিধা- সবাই সবার সব কাজে এগিয়ে আসে। নিজের ভাবে হয়তো!
অসুবিধা- সবাই সবার সব কাজে এগিয়ে আসে। নিজের ভাবে হয়তো!
তবুও ভালোবাসি আমরা। আমাদের শহর-গ্রাম, শহরের মানুষ, গ্রামের মানুষ। ভালোবাসি আমাদের ভালোবাসার মানুষদের। কারণ, তারাও তো শহরের বা গ্রামের মানুষ ই!
#Shaon_070
#ময়মনসিংহ
#বামুনখালি
#পরিবার
#আত্মীয়
#বন্ধু
কোন মন্তব্য নেই
Every comment will be moderated to prevent spamming. Don't put any spam link, Please!